মেলান্দহ

স্বচ্ছতার সঙ্গে শতভাগ সেবা দেওয়ার অঙ্গীকার নবাগত ইউএনওর

সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলাধীন বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

নবাগত ইউএনও বলেন, মেলান্দহের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহি সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এবং জনগণকে শতভাগ সেবা পৌঁছে দেওয়া হবে। প্রশাসনের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিমূলক কাঠামো শক্তিশালী করা, সেবাগ্রহীতাদের অধিকার রক্ষা করা এবং সেবা সহজলভ্য করা হবে আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সকলের সহযোগিতা ও একযোগিতায় মেলান্দহকে একটি উন্নয়নমুখী, জনবান্ধব ও সুশাসনমুখী উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রশাসনিক কাজে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। নারী প্রশাসক হলেও দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতা নেই সবাই যদি সহযোগিতা করেন, আমরা অবশ্যই সফল হব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুকুমার চন্দ্র দাস, উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুল ইসলাম, মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্নেহাশিষ রায়, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। তারা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তার কার্যকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Related Articles

Back to top button