জামালপুর

“নির্বাচিত হলে বরাদ্দের খবর মাইকিং করে জানিয়ে দিবো”-জাকির

হৃদয় আহম্মেদ শাওন,জামালপুর: জামালপুর সদর আসনের বাংলাদেশ গনঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী জাকির হোসাইন বলেছেন-‘নির্বাচিত হলে যা বরাদ্দ পাবো তা মাইকিং করে সবাইকে জানিয়ে দিবো।’

রোববার (৭ ডিসেম্বর) রাত ৯ টায় নরুন্দি ইউনিয়নের বনপড়া এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি আরও বলেন-‘এই ১৭ বছরে একটি দল দেশকে লুটপাট করেছে। ক্ষমতায় না আসতেই কিছু মানুষ দখলদারিত্ব শুরু করেছে। তারা ভেবে নিয়েছে তারা ক্ষমতায় আছে। এতো অন্যায় কোনো পরিস্থিতিই দেশের জন্য ভালো নয়।’

জাকির হোসাইন জনগণের ভোটাধিকার রক্ষায় বলেন- ‘এবার আর কেউ ভোট কেন্দ্র গিয়ে ব্যালটে সিল মেরে ভোট প্রভাবিত করতে পারবে না। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে।’

নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে জাকির বলেন-‘ড. ইউনুসের নেতৃত্বে এবারের নির্বাচন কঠিন হবে। নির্বাচিত হলে আমি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য এবং তরুণদের বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করব। জনগণ সরাসরি জানবে কোথায় বরাদ্দ ব্যয় হচ্ছে।’

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সদর উপজেলার আহ্বায়ক এড মোশারফ হোসেন। দলীয় নেতারা বক্তব্য রাখেন।

উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রার্থী জাকির হোসাইনের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকায় উন্নয়ন, শিক্ষার প্রসার ও যুব বেকারত্ব নিরসনে তার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

Related Articles

Back to top button