সাড়ে চার ঘন্টা দেরীতে ছাড়লো কমিউটার ট্রেন
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় সাড়ে চার ঘন্টা দেরীতে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে গেছে কমিউটার ট্রেন।
বেলা ১.১৫ মিনিটে ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিকেল ৫:৩০ মিনিটের দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে প্রায় সাড়ে চার ঘন্টা বিলম্বে ছাড়লো ট্রেনটি।
ট্রেনের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন- ইঞ্জিন বিকল হওয়ায় সাথে সাথে অন্য ইঞ্জিনের ব্যাবস্থা না করে গড়িমসি করেছে কর্তৃপক্ষ। যার কারণে ময়মনসিংহ স্টেশন থেকে ইঞ্জিন আসতে অনেক সময় লেগেছে। এখন যে সময়ে ট্রেন ছাড়লো তাতে, গভীর রাতে গন্তব্যে পৌঁছানো ছাড়া আর উপায় কি।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাস্টার আব্দুল বাতেন জানান- কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ময়মনসিংহ স্টেশন থেকে ইঞ্জিন আসতে সময় লেগেছে। সেজন্য চার ঘন্টা বিলম্বে ট্রেনটি যাত্রা করলো। অনাকাঙ্ক্ষিত এই যাত্রী দুর্ভোগের কারণে আমরা দুঃখ প্রকাশ করছি।



