র্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি
শাওন মোল্লা, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে র্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার গনময়দান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত লিপি আক্তার ওই এলাকার মহর আলীর স্ত্রী। মহর আলী র্যাব-২-এ এসআই পদে কর্মরত রয়েছে বলে জানা যায়।
নিহতের কন্যার বরাত দিয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্ছু মিয়া বলেন- রাত আনুমানিক ১টা থেকে ৪টার মধ্যে জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে চোর। কিন্তু বিষয়টি টের পেয়ে যায় লিপি আক্তার। পরে চিনে ফেলায় লিপি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোর।
মরদেহের প্রাথমিক সুরতহাল শেষ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার কথা জানিয়েছে ওসি বাচ্ছু মিয়া।
তিন সন্তানের জননী লিপি আক্তার রাতে তার আট বছর বয়সী কন্যাকে নিয়ে বাড়িতে ছিলেন। তার দুই ছেলে ছিলেন নানা বাড়ীতে।




