মাদারগঞ্জ

লাল মামুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হৃদয় আহম্মেদ শাওন ও এম আর সাইফুল: জামালপুরের মাদারগঞ্জে লাল মামুন (৭১) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার কডই চড়া ইউনিয়নের ভেলামারি এলাকার শিমুলতলা গ্রামে তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লাল মামুন দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। ছেলে দুইজনই দীর্ঘদিন থেকে প্রবাসী। তিনি বড় ছেলের বাড়িতে থাকতেন। সম্প্রতি ছোট ছেলে ছুটিতে বাড়ি এসেছে। তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন।

লাল মামুনের স্বজনেরা জানান- খুব শান্ত স্বভাবের, ভদ্র ও ভালো মানুষ ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে লাল মামুন প্রচণ্ড পেটের ব্যথায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে নিজ ঘরে লাল মামুনের ঝুলন্ত মরদেহ দেখে ৯৯৯-এ কল দেয় স্থানীয়রা।

পরে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার এসআই দীপক বলেন-‘আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামাই। প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শারীরিক অসুস্থতা ও  একাকিত্ব থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।’

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন- `লাল মিয়া নামে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় সার্কেল এসপি স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহে আত্মহত্যা করার আলামত পাওয়া গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্তা ছাড়াই দাফন সম্পন্নের অনুমতি দেওয়া হয়ছে।’

Related Articles

Back to top button