জামালপুর

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

শাওন মোল্লা, জামালপুর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শহরের দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বকুলতলা মোড় পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেন স্থানীয় রাজনৈতিক কর্মী, সামাজিক সংগঠনের সদস্য,ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

মিছিলে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন- ওসমান হাদিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যাচেষ্টায় গুলি করা হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার ইন্টেরিম (অন্তর্বর্তী) সরকারের ওপর । যে মহলই এই হামলার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ডে বাধা দিতে গুলি চালানো কখনোই মেনে নেওয়া যায় না।

Related Articles

Back to top button