দেওয়ানগঞ্জ

সৌদি আরবে প্রাইভেট কারের ধাক্কায় মারা গেলো টোকন

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম টোকন (৪৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
নিহত নজরুল ইসলাম টোকন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত হোসেন আলীর ছেলে।
নিহতের স্বজনেরা জানান- বুধবার (১৭ ডিসেম্বর ) রাতে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টোকন। এর আগে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
নিহতের চাচা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘দেড় বছর আগে আমার ভাতিজা উন্নত জীবনের আশায় সৌদি আরবে গিয়েছিল। সে জেদ্দায় একটি কোম্পানির ফুড ডেলিভারির কাজ  কাজ করত। ১২ দিন আগে মোটরসাইকেলে ফুড ডেলিভারি করতে গিয়ে মোটরসাইকেলের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলো টোকন। আজ সকালে তার মৃত্যুর খবর পেয়েছি।’
নজরুল ইসলাম টোকনের স্ত্রী শম্পা ইয়াসমিন বলেন- ‘আমার স্বামী পরিবারের সুখের জন্য বিদেশে গিয়েছিল। আমার ছোট দুই বাচ্চা এতিম হয়ে গেল।  আজ  সকালে তার সহকর্মী হিরো ফোন করে আমার স্বামীর মৃত্যুর খবর জানায়।’
চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন-‘কার্যক্রম শেষ করে নিহতের লাশ দেশে আসতে দুই এক দিন সময় লাগবে।   টোকনের মৃত্যুর ঘটনাটা সত্যিই মর্মান্তিক। খবরটি শোনার পর তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’

Related Articles

Back to top button