মাদারগঞ্জ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেওয়ার পর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম সরদারকে আবার কারাগারে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকাল ৪টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গুদা শিমুলিয়া এলাকায় তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশ পাহারায় তিনি মাকে শেষ বিদায় জানান।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়- গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১ দিকে ঢাকার একটি হাসপাতালে ব্রেন স্টোকের কারণে মারা যান বদরুর আলম সরদারের মা মনোয়ারা বেগম (৭০)। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেয়। পরে জামালপুর জেলা কারাগার থেকে পুলিশের একটি গাড়ীতে করে তাকে গ্রামের বাড়ি গুদা শিমুলিয়া এলাকায় নেওয়া হয়। জানাজা ও দাফন শেষে পুলিশ পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন- আওয়ামী লীগ নেতা বদরুল আলম সরদারের মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়। এ সময় থানা-পুলিশের একটি টিম নিরাপত্তা সহায়তায় দায়িত্ব পালন করে।

গত বছরের ২০ নভেম্বর সাভারের হেমায়েতপুর এলাকা থেকে বদরুল আলম সরদারকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। তিনি সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক ছাত্র হত্যা মামলার আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একাধিক রাজনৈতিক ও নাশকতার মামলা রয়েছে।

Related Articles

Back to top button