সারাদেশ

৩৬৯ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩৬৯ বোতল ভারতীয় বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।

রোববার ভোর ৫টা ৩০ মিনিটে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশন বটতলা এলাকায় সোয়াইবা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের পূর্ব পাশে নাকুগাঁও–মধুটিলা গামী পাকা সড়কের পূর্ব পার্শ্বে এ অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়।

র‍্যাব জানায়- সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ সব ধরনের অপরাধ দমনে র‍্যাব ফোর্সেস আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শামিম আহম্মেদ (২০) এবং মোঃ ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।

র‍্যাব সদস্যরা তাদের হেফাজত থেকে ৩৬৯ বোতল বিদেশি মদ ও একটি সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে।

উদ্ধার হওয়া বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং মোটরসাইকেলের মূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Related Articles

Back to top button