দেওয়ানগঞ্জ

সাংবাদিকদের সঙ্গে মিল্লাতের মতবিনিময়

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ:  কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর–১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পৌর এলাকার হাইস্কুল রোডে সাবেক এমপি মিল্লাতের নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত নির্বাচনে আচরণ বিধি মেনে চলার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। এ বিষয়ে সকলকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও তিনি বস্তুনিষ্ঠ সংবাদ ও জনদূর্ভোগ সংক্রান্ত সংবাদ পরিবেশনে সাংবাদিকদের অগ্রধিকার ভিত্তিতে কাজ করার আহবান জানান।

মতবিনিময় সভায়- জামালপুর ১ (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও উপজেলা বিএনপির সদস্য শাহাদাৎ বিন জামান শোভন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সহ সভাপতি বাবু শ্যামল চন্দ, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজীব, মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মন্জু হোসেন, যুগ্ম আহ্বায়ক আল মামুনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button