নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে পরিবর্তন
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে অবশেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে পরিবর্তন এসেছে। অনিয়ম ও দুর্নীতির দায়ে বেতন-ভাতা (এমপিও) বন্ধ হওয়া সহকারী প্রধান শিক্ষক শরিফা আক্তারকে সরিয়ে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো: আব্দুল মালেক-কে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ ১৫ জানুয়ারি মাউশির এক দাপ্তরিক আদেশে পূর্বের বিতর্কিত নিয়োগটি বাতিল করা হয়।
চিঠিতে জানানো হয়- শরিফা আক্তারের বেতন-ভাতা স্থগিত থাকা এবং তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁর পরিবর্তে জ্যেষ্ঠতম শিক্ষক মো: আব্দুল মালেককে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য- স্বজন প্রীতি ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া শরিফা আক্তারকে গত ৪ জানুয়ারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হলে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। এর প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন এবং প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। মাউশির নতুন এই সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




