পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মেরিন প্রকৌশলী
স্টাফ রিপোর্টার: জামালপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আশিকুজ্জামান স্ট্যালিন নামে একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত আশিকুজ্জামান স্ট্যালিন মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী ও মেরিন প্রকৌশলী হিসেবে ইউরোপের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি জামালপুর শহরের বনপাড়ার মৃত আক্তারুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান- আশিকুজ্জামান স্ট্যালিন রাত বারোটার দিকে জামালপুর শহর থেকে তার নানাবাড়ি ইসলামপুরে যাচ্ছিলেন। ব্যাক্তিগত গাড়ি চালিয়ে যাওয়ার সময় মেলান্দহ উপজেলার টনকি কালিবাড়ি এলাকায় গাড়ির সামনে এক পথচারী দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে।
ওই পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এসময় পথচারী এবং গাড়ির ভেতর থাকা স্ট্যালিন আহত গুরুতর আহত হন। পরে এক ব্যাক্তি ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পরে স্ট্যালিনের স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর শহরের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘দুজনকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভোররাতে আশিকুজ্জামান স্ট্যালিনের মৃত্যু হয়েছে।’




