ইসলামপুরদেওয়ানগঞ্জ

অবৈধভাবে বালু উত্তোলন: দুই উপজেলায় চারজনের কারাদন্ড

মহসিন রেজা রুমেল ও ফিরোজ শাহ: জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পৃথক অভিযানে চারজনকে কারাদন্ড দেয়া হয়েছে।

রোববার দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম  ও মিঠু আহাম্মেদ নামের দুই ব্যাক্তিকে যথাক্রমে ৪৫ দিন ও ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানান্দবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের এই দন্ডাদেশ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত থেকে জানা গেছে- রোববার বিকেলে উপজেলার সানন্দবাড়ি এলাকায় পৃথক দুই স্থানে বালু উত্তোলনের সময় সানান্দবাড়ী সবুজপাড়া গ্রামের রাশেদুল ইসলাম কে ৪৫ দিন ও নবীনাবাদ গ্রামের মিঠু আহাম্মেদ কে ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও এ সময় অবৈধ বালু উত্তোলনের দুই স্থানে আনুমানিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের পাইপ ভেঙে দেয়া হয় এবং মেশিন ও অন্যান্য সামগ্রী অচল করে দেয়া হয়৷

এদিকে জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ফরহাদ হোসেন (৩০) ও হাফিজুর (২০) নামের দুই ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ আগারী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের এই দন্ডাদেশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার মো. রেজোয়ান ইফতেকার।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা যায়- কোনো প্রকার অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছিল অভিযুক্তরা। এ সময় ঘটনাস্থল থেকে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত এক্সকাভেটর ব্যাটারী জব্দ করা হয়।

সহকারী কমিশনার ভূমি মো,রেজোয়ান ইফতেকার জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে ফসলি জমি, রাস্তাঘাট ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button