বিএনপি প্রার্থীর স্ত্রীসহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ তিনজন।
মঙ্গলবার নির্বাচন কমিশেনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে এসে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা।
মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামালপুর-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ রুবেল মিয়া, জামালপুর-৫ আসনের এবি পার্টির মুহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর-৪ আসনে বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমের স্ত্রী (স্বতন্ত্র) মেহেরজান আরা তালুকদার।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহার শেষে আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন গ্রহণ করা হয়েছে এবং আসনগুলোর প্রার্থী তালিকা হালনাগাদ করা হচ্ছে।
সব মিলিয়ে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে মোট প্রার্থী রয়েছেন ৩১ জন।




