আধুনিক মডেল উপজেলা গড়ার অঙ্গীকার মিল্লাতের
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় দেওয়ানগঞ্জের নিজ বাসভবনে আয়োজিত সভায় তিনি এলাকার উন্নয়নে তাঁর ১৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
মতবিনিময় সভায় মিল্লাত তাঁর বিগত মেয়াদের ২০০১-২০০৬ উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, পোল্লাকান্দি ব্রিজ নির্মাণ, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর যে কাজ তিনি শুরু করেছিলেন, এবার সুযোগ পেলে তাকে আধুনিক মডেলে রূপান্তর করবেন।
অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক নেতারা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে উন্নয়নের দাবি জানান।
জবাবে মিল্লাত বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে বিজয়ী হলে তিনি সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। তিনি আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল উপস্থিত ছিলেন।




