দেওয়ানগঞ্জ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) নির্বাচন স্থগিত করার প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকেলে সানান্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্র শিবিরের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকা থেকে শুরু হয়ে সানান্দবাড়ী বাজার প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- গাজীপুর মহানগর ছাত্র শিবির নেতা ইব্রাহিম খলিল, জামালপুর জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম, সানান্দবাড়ি সাংগঠনিক থানা ছাত্র শিবিরের সভাপতি মো. মতিউর রহমান আকন্দ, সেক্রেটারি মোঃ নাজমুল হক মৃধা।

বক্তারা বলেন- দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে শাকসু নির্বাচন ঘোষণা ও সুষ্ঠুভাবে আয়োজনের দাবি জানান বক্তারা।

Related Articles

Back to top button