গ্যাসের চাপ কম থাকায় আবারো সার উৎপাদন বন্ধ
স্টাফ রিপোর্টার: গ্যাসের চাপ সল্পতা ও যান্ত্রিক ত্রুটির কারনে আবারও বন্ধ হয়ে গেছে যমুনা সারকারখানার উৎপাদন।
বৃহস্পতিবার দুপুরে গ্যাসের চাপ ৮ কেজির নিচে নেমে যাওয়ায় কারখানার বুস্টার ট্রিপ করে উৎপাদন বন্ধ হয়ে যায়।
নিয়মিত উৎপাদন ধরে রাখতে যেখানে ১০ কেজি চাপের গ্যাস অপরিহার্য, সেখানে প্রয়োজনীয় চাপ না পাওয়ায় কর্তৃপক্ষ বাধ্য হয় উৎপাদন ইউনিট বন্ধ রাখতে। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক।
জিএম (অপারেশন) ফজলুল হক বলেন, ‘আমরা দ্বিগুণ দামে গ্যাস কিনছি শুধু একটি কারণে-কারখানার উৎপাদন যেন নিরবচ্ছিন্ন থাকে। কিন্তু রহস্যজনকভাবে চুক্তি অনুযায়ী গ্যাসের চাপ সরবরাহ করা হচ্ছে না। এতে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ শিল্প ক্ষতির মুখে পড়ছে।’
কারখানা থেকে জানা যায়- কেপিআই-১ ইউনিটে স্বাভাবিক উৎপাদন ধরে রাখতে নির্ধারিত মাত্রার গ্যাস চাপ নিশ্চিত করা গেলে দৈনিক প্রায় এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন সম্ভব। বর্তমানে চাপ কমে যাওয়ায় উৎপাদন সীমিত রাখতে হচ্ছে। এতে প্রতিদিন গড়ে ৬ শ’ থেকে ৭ শ’ মেট্রিক টন সার উৎপাদন হচ্ছে না।
এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।




