ইসলামপুর

এখনো প্রতীক বিহীন এমপি প্রার্থী অর্ণব

হৃদয় আহম্মেদ শাওন,জামালপুর: জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান এখনো নির্বাচনী প্রতীক পাননি বলে জানা গেছে।

গত ২১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হলেও ইসলামপুর আসনের এই স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক দেওয়া হয়নি।

জানা যায়, গেজেটে অর্ণব ওয়ারেস খানের জন্য ‘বাঘ’ প্রতীক উল্লেখ থাকলেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ওই প্রতীক দেয়া যাবে না বলে জানিয়ে দেয়া হয়।  ফলে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হলেও তিনি প্রতীক বিহীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান বলেন-‘আমি একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই নির্বাচনে আমি বাঘ প্রতীক ছাড়া নির্বাচন করবো না।’

এ বিষয়ে জানতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীকে ফোন দিলে তিনি ব্যস্ততার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন।  পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন মোবাইল ফোনে বলেন-‘আমি এ বিষয়ে কিছু জানিনা। আমি সব জেনে পরে বলতে পারবো।’

Related Articles

Back to top button