৫০ বছরেও ফিরতে পারবে না আওয়ামী লীগ: এম রশিদুজ্জামান মিল্লাত
মতিন রহমান,বকশীগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত মন্তব্য করেছেন যে- আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কেন্দ্র কমিটির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের সমালোচনা করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন‘ স্বৈরাচারী আওয়ামী লীগ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আমাকে ১৮ বছর আপনাদের কাছ থেকে দূরে রেখেছিল। কিন্তু আল্লাহর বিচার দেখুন আজ তারা কোথায়? আমি ১৮ বছর পর আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও ফিরতে পারবে না। আওয়ামী লীগ এখন শেষ, নিঃশেষ হয়ে গেছে।’
আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের আশ্বস্ত করে সাবেক এই সংসদ সদস্য বলেন-‘অনেকে এখন দুশ্চিন্তা করছেন যে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন বলে আপনাদের কী হবে। আপনাদের ভয়ের কিছু নেই। আপনারা হয়তো পেটের দায়ে অথবা ভয়ে তাদের সমর্থন করেছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, এমপি-মন্ত্রী ও প্রধানমন্ত্রী পালিয়েছেন, তারা আপনাদের নিয়ে যাননি।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাতের ছেলে ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক ময়নুর রহমান সম্পদ, পৌর বিএনপির সভাপতি ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ ভোটাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




