বকশীগঞ্জরাজনীতি

‘হাতপাখাকে বিজয়ী করতে পারলে আখিরাতে আল্লাহ শান্তি দান করবে’-  রেজাউল করিম

মতিন রহমান, বকশীগঞ্জ: হাত পাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে পারলে আখিরাতে আল্লাহ শান্তি দান করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।

সোমবার বিকেলে জামালপুরের বকশীগঞ্জে ১ আসনের দলীয় প্রার্থী আব্দুর রউফ তালুকদারের পক্ষে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি।

এসময় আব্দুর রউফ তালুকদারের পক্ষে ভোট প্রার্থনা করে রেজাউল করিম বলেন-
‘স্বাধীনতার পর যাদের মাধ্যমে দেশ পরিচালনা হয়েছিলো। তাদের শাসন আমরা দেখেছি। তাই নতুন ভাবে উন্নয়নের ফুল ঝুড়ি প্রয়োজন নেই।

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর ও বকশীগঞ্জ উপজেলার নেতারা বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button