রৌমারী-চর রাজিবপুররাজনীতি

পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ- রেজাউল করিম

মাসুদ পারভেজ রুবেল, রৌমারী (কুুড়িগ্রাম):  কুড়িগ্রামের রৌমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত কুড়িগ্রাম-৪ (রৌমারী,রাজিবপুর চিলমারী) আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে  রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন- ‘বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র ইসলামী দল হিসেবে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। দেশের আপামর জনসাধারণ আমাদের সঙ্গে রয়েছে। ইনশাআল্লাহ, ইসলামের বিজয় সুনিশ্চিত হবে। কুড়িগ্রাম অঞ্চল বিশেষ করে রৌমারী-রাজিবপুর ও চিলমারী এলাকার মানুষ ইসলামী রাজনীতিকে ভালোবাসে। এই এলাকা দ্বিতীয় চরমোনাই হিসেবে পরিচিত, এখানকার জনগণ হাতপাখা প্রতীকের প্রতি গভীর আস্থা রাখে।’

তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে বলেন- ‘ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গড়াই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য।

সভাপতির বক্তব্যে প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বলেন-‘এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই হাতপাখা প্রতীক এগিয়ে যাচ্ছে। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জনসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।’

Related Articles

Back to top button