`ইসলামের পক্ষে একটি বাক্স নিয়ে সারা দেশে মানুষের কাছে পৌঁছায়’-রেজাউল করীম
এম আর সাইফুল,মাদারগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন-‘২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে সাজানোর একটি সুযোগ তৈরি হয়েছে। মানুষ মুক্তি পাওয়ার একটি সম্ভাবনা দেখছে। বিদেশি তাঁবেদারি থেকে দেশকে মুক্ত করার সুযোগও এসেছে। সেই সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে একটি বাক্স নিয়ে সারা দেশে মানুষের কাছে পৌঁছায়। এতে অনেক ইসলামি দল ও দেশপ্রেমিক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়। কিন্তু ইসলাম নামের বাক্সটাকে ছিনতাই করে ক্ষমতালোভীরা এটাকে ধ্বংস করে ফেলেছে।”
সোমবার রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের দলীয় প্রার্থী মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন- “ইসলামের পক্ষের বাক্স ধ্বংস করার পরে আবারও সেই আগের নীতি-আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করার কথা যখন বলে, তখন আমাদের ভয় হয়। আবার যদি সেই আগের নিয়মেই দেশ পরিচালিত হয়, তাহলে আমাদের সব আশা-আকাঙ্ক্ষা ভেস্তে যাবে। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে এ দেশ ও এ দেশের মানুষ এবং ইসলামকে ভালোবাসার ক্ষেত্র তৈরি করার জন্য এককভাবে প্রায় ২৫৮ আসনে প্রার্থী দিতে পেরেছে। সামনে কী হবে, তা জানি না । অনেকে হয়তো মনে করে আমরা একা হয়ে গেছি। কিন্তু আমরা একা হইনি, আমাদের সঙ্গে আল্লাহ আছেন, বাংলাদেশের মানুষ ও যারা ইসলামকে ভালোবাসে তারা আছেন।”
মাদারগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- জামালপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, মেলান্দহ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আনোয়ার হোসেন আরিফ, সাধারণ সম্পাদক মাওলানা মোখলেছুর রহমান।




