ইসলামপুর

কৃষক দলের সহ-সভাপতি যোগ দিলেন জামায়াতে

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদা। তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

২৯শে জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজালের চর বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে আরও ২২ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামানের হাত ধরে সদস্যপদ গ্রহণ করেন সুজাউদ্দিন সাদা।

১১ নম্বর চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু মুসা, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন- সুজাউদ্দিন সাদার মতো একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতার যোগদানে জামায়াতে ইসলামী আরও সুসংহত হবে এবং ইসলামপুরে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।

যোগদান অনুষ্ঠানে সুজাউদ্দিন সাদা বলেন- ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তর লক্ষ্য সামনে রেখেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাসুদ রানা সঞ্চালনায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সুজাউদ্দিন সাদার দলত্যাগের বিষয়ে জানতে উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Back to top button