মাদারগঞ্জ

শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী আটক

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগে এক স্বামীকে আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটে শুক্রবার জুম্মার নামাজের সময় মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকায়।

আটক ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৬)। তিনি জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

এলাকাবাসী থেকে জানা যায়- নেশাগ্রস্থ অবস্থায় রবিউল ইসলাম স্ত্রী সানজিদাকে বাবার বাড়ি থেকে নিতে আসেন। এ সময় সানজিদা স্বামীর সঙ্গে যেতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রবিউল ফল কাটার একটি ছুরি দিয়ে তার গলার পেছনে আঘাত করেন।

ছুরির আঘাতের পর সানজিদা চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রবিউলকে আটক করে। পরে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে নেয়।

আহত সানজিদাকে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পরিবার থেকে জানানো হয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদকে মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় এই বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Related Articles

Back to top button