জাতীয়

ইভিএম কেনায় অর্থ অপচয়, ইসির তিন কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক:  বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে রাষ্ট্রের তিন হাজার কোটি টাকা বেশি নষ্ট করেছে। এমন অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ জুলাই) সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াৎ তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

তলবে হাজির হয়েছেন ইসির উপ-সচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার এবং তৎকালীন সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন। এই দিন সব মিলিয়ে ইসিতে মোট ছয়জন কর্মকর্তাকে তলব করা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নূরুল হুদাসহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সরকারি আর্থিক বিধি লঙ্ঘন করে টেন্ডার ছাড়াই বাজারমূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে দেড় লাখ টাকা মূল্যমানের ইভিএম কেনা হয়। এর ফলে সরকারের প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকার ক্ষতি হয়েছে।এই অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশন সংক্রান্ত দুদকের অভিযানে প্রাথমিক সত্যতা মেলে।

সূত্র: যমুনা টিভি

Related Articles

Back to top button