সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও সন্তানের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ জুলাই) দুপুর ২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাকির হোসেনের বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই নোটিশ জারি করেন দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
দুদকের সেই নোটিশে বলা আছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে আপনি জনাব জাকির এর স্ত্রী সন্তান-কে আপনার নিজের এবং আপনার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে এতদসঙ্গে প্রেরিত ছকে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে দাখিল করিতে নির্দেশ দেওয়া যাইতেছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করিতে ব্যর্থ হইলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করিলে উপরি-উক্ত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে।
মো: বেনজীর আহম্মদ পরিচালক( বি: অনু: ও তদন্ত-৩) এর স্বাক্ষরিত দুদকের পাঠানো নোটিশে জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাঁদের স্ব স্ব সম্পত্তির হিসাব, আয়ের উৎস এবং ব্যয়ের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, নোটিশের খবরে রৌমারী ও আশেপাশের এলাকায় আলোচনার ঝড় উঠেছে।