বকশীগঞ্জ

বকশীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

মতিন রহমান,বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোনাহার আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কামালপুর বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে বগারচর ইউনিয়নের রামরামপুর সকাল বাজার খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল এবং নগদ আট হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতার হওয়া মোনাহার আলী দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।

কামালপুর বিওপি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রামরামপুর সকাল বাজার এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা মোনাহার আলীকে আটক করেন। পরবর্তীতে কামালপুর বিওপির হাবিলদার জহুরুল ইসলাম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, গ্রেফতার হওয়া মোনাহার আলীকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

Related Articles

Back to top button