রৌমারী-চর রাজিবপুর

উজান ঝগড়ার চর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক আবুল কাশেমকে বিদায়ী সংবর্ধনা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার উজান ঝগড়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক আবুল কাশেমের দীর্ঘ কর্মজীবনের অবসান ঘটল আনুষ্ঠানিক বিদায়ের মধ্য দিয়ে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের উদ্যোগে আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আবুল কাশেমকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের সভাপতি ও শিক্ষক নেতা আহসান হাবীব সাদা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তুহিন।

আমন্ত্রিত অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের উপদেষ্টা শাহাজাহান বাবুল ও সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সামছুল আলম, জোনাব আলী, সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম লিচু, শিক্ষক শাহনাজ পারভীন, শাহীনা আক্তার, জিয়াউল হক, আবু তালেব, শফিকুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয়।

বক্তারা বলেন, “আবুল কাশেম স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি এই বিদ্যালয়ের প্রাণ ছিলেন। তিনি এক হাতে বিদ্যালয় গড়ে তুলেছেন, শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ বানাতে নিরলসভাবে পরিশ্রম করেছেন।” তারা আরও বলেন, “এমন একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে বিদায় জানানো আমাদের জন্য যেমন গর্বের, তেমনি কষ্টেরও।

বিদায়ী শিক্ষক আবুল কাশেম তার বক্তব্যে বলেন, আমি এই বিদ্যালয়ের সঙ্গে প্রায় তিন দশক ধরে যুক্ত। বিদ্যালয়ের গোড়াপত্তন থেকে শুরু করে আজকের অবস্থান পর্যন্ত প্রতিটি ধাপে আমি ছিলাম। এ সময়ে শিক্ষার্থীদের সাফল্য, বিদ্যালয়ের উন্নয়ন এবং অভিভাবকদের সহযোগিতা সবই ছিল আমার প্রেরণার উৎস। আমি সবার দোয়া চাই—যেন আমার পরবর্তী জীবন শান্তিময় হয় এবং বিদ্যালয় আরও এগিয়ে যায়। অনুষ্ঠানের শেষভাগে পরিবেশনা, স্মৃতিচারণ ও আবেগঘন পরিবেশে শিক্ষক আবুল কাশেমকে বিদায় জানানো হয়।

 

Related Articles

Back to top button