রৌমারী-চর রাজিবপুর

রৌমারীতে রিকশা-ভ্যান ও অটোরিকশা চালক দলের আহ্বায়ক কমিটি গঠন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক দল, রৌমারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) কুড়িগ্রাম জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মো. শফিকুল ইসলাম সফি, আহ্বায়ক, মো. রোকন মিয়া সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটি অনুমোদন দেন কুড়িগ্রাম জেলা রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক ফাইদুল ইসলাম ও সদস্য সচিব মো. আনিছুর রহমান এর স্বাক্ষরিত কমিটি অনুমোদন করা হয় । তারা জানান, নবগঠিত এ কমিটি রৌমারী উপজেলার রিকশা, ভ্যান ও অটোরিকশা চালকদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করবে।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন: শফিকুল ইসলাম সফি (আহ্বায়ক) রোকন মিয়া (সদস্য সচিব) শাহিন আক্তার (যুগ্ম আহ্বায়ক) মেহের বাদশা (যুগ্ম আহ্বায়ক) রাশেদুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক) আশরাফুল ইসলাম ( যুগ্ম আহবায়ক) রুহুল আমিন (যুগ্ম আহবায়ক) রফিকুল ইসলাম ( যুগ্ম আহবায়ক) সদস্য রোস্তম আলী, রাশেদুল, মনিরুল ইসলাম, মো. লিয়াকত, ইমান হোসেন, এমদাদ, মঞ্জু মিয়া, মো. হামিদুল, মো. রবিউল ইসলা, লাল মিয়া, ছক্কু মিয়া, এরশাদ আলী ও মাইদুল ইসলাম।

কমিটির সদস্যরা রৌমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের বাসিন্দা এবং সক্রিয় রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।

লক্ষ্য ও কর্মপরিকল্পনা: নতুন এই কমিটি আগামী দিনের সংগঠন পরিচালনায় দলীয় কার্যক্রম জোরদার করা এবং চালক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ে কাজ করবে বলে জানিয়েছে। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে স্থানীয় পর্যায়ে গণসংযোগ, সচেতনতামূলক সভা ও সহযোদ্ধাদের একত্রিত করার পরিকল্পনা রয়েছে কমিটির।

রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জুসহ দলের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদেরকে দলের একজন সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

Related Articles

Back to top button