কৃষিইসলামপুর

জামালপুরে বিনার মাঠ দিবস অনুষ্ঠিত

শফিকুল ইসলাম,জামালপুর: জামালপুরে প্রায়োগিক বিনার মাঠ পরীক্ষণে বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল তিলের জাত বিনাতিল-১ এবং বিনাতিল-২ এর প্রচার ও সম্প্রসারনের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(০৩ জুলাই) বিকালে বেলগাছা ইউনিয়নে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে ও পরমাণু কৃষি গবেষণা এই মাঠ দিবস আয়োজন করে।

অনুষ্ঠানে বিনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রাখী রানী সরকারের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি বক্তব্য রাখেন,  ময়মনসিংহের মহাপরিচালক ড. মো: আবুল কালাম আজাদ, উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, প্রকল্প পরিচালক ড. মো: মাহবুবুল আলম তরফদার,ড. মোহাম্মদ আশিকুর রহমান,ফার্ম ম্যানেজার জান্নাতুল ফেরদৌস মুনমুনসহ অন্যানরা বক্তব্য রাখেন।

পরে ফসলি মাঠ পর্যবেক্ষণ করে। বিনার বীজ সম্পর্কে কৃষকদের বিভিন্ন ধারণা দেয় বক্তারা।

Related Articles

Back to top button