জামালপুর

আশেক মাহমুদ কলেজ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, আমাদের শিক্ষার যে দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ প্রতিবিম্ব তা আমাদের কাছে স্পষ্ট নয়। এই অবস্থায় একজন শিক্ষার্থী কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কিন্তু কেউ শিক্ষক হতে চায় না। এই অবস্থা থেকে যতদিন না বের হতে পারব ততদিন শিক্ষার প্রসারতায় মানবসমাজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না।

তিনি আরও বলেন, বলা হয় যে আমরা বিশ্বনাগরিক। কিন্তু নানা প্রতিকূলতায় আমরা বিচ্ছিন্ন হবার কারণে বৃহৎ কর্মকাণ্ডে বিশ্বনাগরিকের প্লাটফর্মে শিক্ষার্থীদের তুলে দিতে পারছি না। অভিভাবকদের সচেতনতা ও যত্নশীলতার মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারলে সেসব শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারবে।

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর-রশিদ বলেন, আমাদের কলেজ থেকে যেসব শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে তাদেরসহ অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কলেজের নিয়মানুবর্তিতা ও যত্নশীলতার কারণেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এসব শিক্ষার্থী। তিনি শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে মানবিক ও উদার মানসিকতার মাধ্যমে দেশসেবার অনুরোধ জানান।

সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাহিমা সুলতানা, সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, অত্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন, জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী, জেলা শিক্ষা অফিসার এস এম মোজাম্মেল হক, জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল রেদোয়ান ফুয়াদ প্রমুখ।

১৭৪ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। তবে এ কলেজ থেকে দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে। যারা নিবন্ধন করেছে তাদেরকেই সংবর্ধনা দেওয়া হয়েছে। সময় সল্পতায় কারণে আরও অনেক শিক্ষার্থী নিবন্ধন করতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজে স্থান পাওয়া শিক্ষার্থী ইসরাত জাহান প্রভা অনুভূতি প্রকাশ করে বলেন, আমার এই কৃতিত্ব শুধু আমার একার নয়, এর পেছনে আমার বাবা-মা এবং সরকারি আশেক মাহমুদ কলেজের স্যারদের অবদান অত্যধিক। স্যারেরা যখন ক্লাস নিতেন আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম এবং সেই পড়া শিখতাম। পড়াশোনায় কখনো ফাঁকি দিতাম না। আজকে এই অনুষ্ঠানের আয়োজন করায় আমি কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভায় কলেজেের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

Related Articles

Back to top button