বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা মোড়ে অবস্থিত এই ঐতিহ্যবাহী সংগঠনের কার্যালয়টির সামনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও বক্তব্য রাখেন- বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, এবং উপজেলা জামায়াতের আমীর মো. শফিকুল্লাহ সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও জনস্বার্থে সাহসী ভূমিকা রাখার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে নতুন কার্যালয়ের জন্য মোনাজাত করা হয়।