রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : মাহমুদুল হক রুবেল
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন-‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়নের বিকল্প নেই। এই ৩১ দফাতেই সকল সমস্যার সমাধান উল্লেখ করা হয়েছে।
৬ আগস্ট রবিবার বিকেলে শ্রীবরদী পৌর শহরের কাঁচাবাজার সংলগ্ন ধানের খলায় তিনটি ইউনিয়নের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় সমাবেশে তিনি আরও বলেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো, এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে। এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখাবে। তবে একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে সেই অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ, সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলিফ উদ্দিন, রানিশিমুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মীর রুকনুজ্জামান লাখো, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ.এফ.এম মাহমুদুন্নবী ফজু, রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ও সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান সোহাগ প্রমুখ।
সমাবেশে উপজেলার তিনটি ইউনিয়ন সিংগাবরুনা, রানিশিমুল ও কাকিলাকুড়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে নানা সমস্যার কথা তুলে ধরেন। পরে প্রধান অতিথি তাৎক্ষণিক নানা নির্দেশনা দেন।