সরকারি আশেক মাহমুদ কলেজে একাউন্টিং ক্লাবের শুভ উদ্বোধন
হৃদয় আহাম্মেদ,জামালপুরঃ জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে “একাউন্টিং ক্লাব”-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে কলেজের অডিটরিয়ামে হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ। সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আখন্দ মোঃ আব্দুল্লাহ আল জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সংসদের সম্পাদক মোঃ রেজাউল করিম। ক্লাবের মূল সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক ইয়াসিন ইবনে মাসুদ।
অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, “একাউন্টিং ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানের বিকাশ ঘটাতে পারবে। ক্লাবের মাধ্যমে যারা পড়াশোনায় পিছিয়ে আছে তারা সহপাঠীদের সহযোগিতায় সহজেই অংকের সমস্যা সমাধান করতে পারবে।”
তিনি আরও বলেন-“তথ্যপ্রযুক্তির যুগে ক্লাব সদস্যদের জন্য মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট-এর উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে—যা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।”
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যায়।
শেষে অধ্যক্ষ সকলের মঙ্গল কামনা করে আনুষ্ঠানিকভাবে একাউন্টিং ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন।