সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলকে সন্মাননা
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা এ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক উবায়দুল্লাহ বাদল বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সন্মাননা অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা হল রুমে এই সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করে দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা এ্যালামনাই এসোসিয়েশন।
সন্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মাহবুবুর রহমান তালুকদার।
উপজেলা জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারী ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাঘারচর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহসান, সাংবাদিক মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আক্রামুজ্জামান, বাহাদুরাবাদ সিনিয়র এ রব মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি আব্দুর রকিব, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাসুমুল হক।
অনুষ্ঠানের কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা নেছার উদ্দীন, আব্দুল আজিজ, মাওলানা এনামুল হক প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা উবায়দুল্লাহ বাদল কে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক নির্বাচিত করায় রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।