মাদারগঞ্জ

মাদারগঞ্জে ছুরির আঘাতে যুবক নিহত, আহত-১

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে দুর্বৃত্তের ছুরির ঘাতে মাসুদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় রুবেল (৩০) নামে আরেক যুবক আহত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাসুদ কোয়ালীকান্দি এলাকার সম্রাট প্রামানিক ওরফে সবা প্রামানিকের ছেলে ও আহত রুবেল একই এলাকার মৃত আলতাফুর প্রামানিকের ছেলে।

নিহতের স্বজনেরা জানান- নিহত মাসুদ ও আহত রুবেল সম্পর্কে চাচা-ভাতিজা। বড় ভাই বিদেশ থেক দেশে আসার খবর শুনে রুবেলের পরিবারের সবাই ঢাকা বিমান বন্দরে যায় ভাইকে নিয়ে আসার জন্য। শনিবার রাত ৮টার দিকে একি সাথে ঘুমানোর জন্য মাসুদকে রুবেল তার বাড়িতে ডেকে নেয়। পরের দিন রবিবার সকালে মাসুদের বড়ভাই মাসুদকে ডাকতে থাকলে ঘর থেকে কারও সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে মাসুদ মৃত অবস্থায় পড়ে আছে এবং রুবেলের গলার একটি অংশ ও ডান হাতের একটি অংশ কাটা অবস্থায় পড়ে আছে।

পরে রুবেলকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসছি, ঘটনাস্থল থেকে মাসুদ নামে এক যুবকের মরদেহ, একটি চাকু ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Back to top button