বকশীগঞ্জ

বকশীগঞ্জে তারুণ্যের উৎসবের পুরস্কার বিতরণী

ম‌তিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

উপজেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোখলেছুর রহমান এবং উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তানভির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত হয়ে বিজয়ীদের উৎসাহিত করেন।

এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Related Articles

Back to top button