রৌমারীতে গাঁজাসহ সিএনজি চালক আটক
মাসুদ পারভেজ,রৌমারী: কুড়িগ্রামের রৌমারীতে ২৮ কেজি গাঁজাসহ সাজু (৩৫) নামের এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ।
১৫ জুলাই মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে রৌমারী থানা পুলিশ তাকে আটক করে।
আটক হওয়া সাজু জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মালিরচর গ্রামের ফুলু শেখের ছেলে।
স্থানীয় সিএনজি চালক ও মালিকেরা জানান, প্রায় সময় সিএনজি স্ট্যান্ড থেকে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল আটক রেখে পুলিশকে খবর দিয়ে আটক করানো হয়। প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবারও ২৮ কেজি গাঁজাসহ এক মাদককারবারি সিএনজির মাধ্যমে যাওয়ার চেষ্টা করেছিল। এমন সময় টের পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ সংবাদ পেয়ে এসে গাঁজা আটক করলেও একজন পালিয়ে যায়। পরে পুলিশ সিএনজিতে থাকা গাঁজা ও চালক সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সিএনজি স্ট্যান্ডে, সিএনজিতে থাকা গাঁজা আটকের বিষয়ে চালকরা সংবাদ দিলে দ্রুত ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে ৪টি ব্যাগ ভর্তি ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকের মালিক পালিয়ে গেলেও সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের জন্য সিএনজিসহ আনা হয়। পরে চালকের পুর্বের মামলা থাকায় আজকের গাঁজার মালিকসহ দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কোট হাজতে প্রেরণ করা হয়।