বকশীগঞ্জ

বকশীগঞ্জে ১২ দিন থেকে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

 

 

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১২ দিন থেকে নিখোঁজ নবম শ্রেণির এক স্কুলছাত্রী।

এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে নিখোঁজ স্কুল ছাত্রীর পরিবার।

নিখোঁজ স্কুলছাত্রীর নাম দিপ্তি আক্তার দিশা। তিনি কামালপুর ইউনিয়নের মাঝগেদরা গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা এবং ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এই ঘটনায় ৩ জুলাই দিশার বড় ভাই কবির হোসেন বাদী হয়ে স্থানীয় রমজানসহ ৬জনের  নাম উল্লেখ করে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্কুল ছাত্রীর পরিবার জানায়- গত ৩ জুলাই পরীক্ষা দিতে গিয়ে  নিখোঁজ হন দিপ্তি আক্তার দিশা । একই দিন থেকে একই এলাকার রফিকুল ইসলাম এলেমজির ছেলের রমজান নিখোঁজ রয়েছেন।

দিপ্তি আক্তার দিশার ভাবী জোনাকী বেগম জানান, “দীর্ঘদিন ধরে  রমজান আমার ননদকে প্রেমের প্রস্তাব দিত এবং স্কুলে যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করত। ঘটনার দিন দিশা পরীক্ষা দিয়ে বের হলে রমজান একটি মাইক্রোবাসে করে তাকে স্কুল গেট থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। আমরা খবর পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি।”

জোনাকী বেগম আক্ষেপ করে বলেন, “দীর্ঘ ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। আমরা দ্রুত দিশাকে উদ্ধারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন, “আমরা অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। ঘটনার পর থেকেই আমাদের একটি টিম এই ছাত্রীকে উদ্ধারে নিরলসভাবে কাজ করছে।”

Related Articles

Back to top button