জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার
হৃদয় আহম্মেদ, জামালপুর: ভারত থেকে পাচার হয়ে আসা ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার করেছে র্যাব-১৪। এসময় একটি মাইক্রোবাস জব্দ ও দুইজনকে আটক করে র্যাব।
বুধবার সকালে জামালপুর সদরের বিনন্দেরপাড়া এলাকায় চেক পোস্ট বসিয়ে এসব উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া ব্লেডের বাজার মূল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা।
আটক ব্যক্তিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা মাইক্রেবাস চালক সাদ্দাম হোসেন ও পাচার কাজে জড়িত আবুল খায়ের৷
মোঃ সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদ এর ছেলে ও মোঃ আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামান এর ছেলে।
সকাল ১০টায় জামালপুর র্যাব কার্যালয়ে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলাম জানান- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাস দিয়ে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়৷ এমন সংবাদের ভিত্তিতে ভোরে সাড়ে ৫ টায় র্যাবের একটি দল জামালপুর সদরের বিনন্দেরপাড়ায় চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি সাদা মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয় এবং ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার করা হয়। এছাড়াও মাইক্রোবাস জব্দের পাশাপাশি ২জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের জামালপুর সদর থানায় হস্তান্তর করার কথা জানিয়েছে র্যাব।