জামালপুর

জামালপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

শাওন মোল্লা, জামালপুর: জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় চঞ্চল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে আসামীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও মোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জমালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম  এই আদেশ দেন।

আসামী মোঃ চঞ্চল জামালপুর শহরের ফুলবাড়ীয়া এলাকার দুলাল উদ্দিনের সন্তান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান- আসামী চঞ্চল দীর্ঘদিন যাবত ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রীকে উত্যক্ত করতো এবং বিয়ের প্রস্তাব দিতো। এতে রাজী না হলে ২০১০ সালের ২৯ জুলাই সকালে স্কুল ছাত্রীকে  শহরের বোষপাড়ায় থেকে অপহরণের পর ধর্ষণ করে। পরে এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের  করেন।

মামলার স্বাক্ষী শেষে আজ রায় ঘোষনা করে আদালত। তবে আসামী চঞ্চল দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে বলে জানিয়েছে আইনজীবী।

Related Articles

Back to top button