জামালপুর

গাঁজা টেনে নয়, রাজনীতি করতে লাগে মস্তিষ্ক- ছাত্রদলকে ইঙ্গিত করে চরমোনাই পীর 

ইসলামী যুব আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জামালপুর ফৌজদারি মোড়ে এই মহাসমাবেশের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, জামালপুর জেলা শাখা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম। সভাপতিত্ব করেন জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি হুমায়ুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি রহমতুল্লাহ বিন হাবীব।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম বলেন-‘দেশে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি হলো পিআর পদ্ধতি। এই পদ্ধতি ছাড়া জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন সম্ভব নয়।’

তিনি সমসাময়িক রাজনীতির সমালোচনা করে বলেন- ‘ছাত্রদল রাজাকার রাজাকার বলে স্লোগান দেয়, অথচ এই দলই প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি সকলকে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন। এখন তার দলই উল্টো মন্তব্য করছে।

ছাত্রদলকে ইঙ্গিত করে তিনি বলেন-‘গাঁজার কুলকি টেনে রাজনীতি হয় না, রাজনীতি করতে হলে ঘিলু লাগে, যা তাদের নাই।

তিনি আরও অভিযোগ করে বলেন-‘আমার জামালপুর আগমনের সময় বিএনপি ও ছাত্রদল আমাকে উদ্দেশ্য করে ‘মিথ্যুক’ বলে স্লোগান দিয়েছে, এটা কেমন রাজনীতি? বর্তমানে বিএনপি আর জিয়াউর রহমানের দল নয়, এটি এখন ভারতের বিএনপিতে পরিণত হয়েছে।’

মানবাধিকার কমিশন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন-‘বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত মানবাধিকার ও নারী কমিশনের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি সমকামিতার সঙ্গে জড়িত। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে, অন্যথায় ইসলামী আন্দোলন কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।’

সমাবেশে ইসলামী যুব আন্দোলনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button