জামালপুরে যুব দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
হৃদয় আহম্মেদ, জামালপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
রবিবার (২০ জুলাই) এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নয়ন।
কমিটির আহ্বায়ক পদে শফিকুল ইসলাম খান সজীব এবং সদস্য সচিব পদে মোঃ সোহেল রানা খান রয়েছে।
নতুন কমিটিতে ৩ জনকে যুগ্ন আহ্বায়ক ও ৪৬ জনকে সদস্য ও আতিকুর রহমান সদস্যকে দপ্তরের দায়িত্ব দেয়া হয়।
কমিটির অনুমোদন পত্রটি স্বাক্ষর করেন কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল।
জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব মোবাইলে ফোনে জানান- জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে জেলা পর্যায়ে দলকে সংগঠিত ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় নেতারা।