মেলান্দহ

মেলান্দহে দোকানের হার্ডবোর্ডের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে দোকানের গোডাউনে স্তূপ করে রাখা হার্ডবোর্ডের নিচে চাপা পড়ে মোস্তাক আহমেদ মুস্তাকিন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে মেলান্দহ বাজারে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া মোস্তাক আহমেদ মুস্তাকিন উপজেলার চাকদহ সরদারবাড়ী এলাকার আজিজুল হকের ছেলে ও মেলান্দহ বাজারের সরকার থাই এন্ড গ্লাসের দোকানের মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানান- রাতে দোকানে মালামাল কিনতে আছে কয়েকজন গ্রাহক। এসময় দোকানের গোডাউনে গিয়ে বোর্ড টান দিতে গেলে অসতর্কভাবে রাখা ভারী হার্ডবোর্ডের একটি স্তূপ তার ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

একজন ব্যবসায়ীর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button