সরিষাবাড়ী

সরিষাবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু 

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে ডুবে শিশু সাওদা নামে আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার মাইজবাড়ী এলাকায় এঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

নিহতের স্বজনেরা জানান- শনিবার সকাল ১০টার দিকে শিশু সাওদা বাড়ির উঠানে খেলা করতেছিলো। আর বাড়ির পাশ দিয়েই বয়ে গেছেন ঝিনাই নদী। হটাৎ পরিবারের সবার ব্যস্ততায় চোখের আড়ালে নদীর পানিতে চলে যায় শিশু সাওদা। এদিকে উঠানে শিশু সাওদা’কে না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির ৩ ঘন্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে চরবালিয়া ব্রীজপাড়ের পাশে ঝিনাই নদীতে শিশু সাওদার দেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে নদীর পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

অশ্রুশীক্ত কন্ঠে নিহত শিশুর বাবা আব্দুল মালেক বলেন, ‘সকলের অজান্তেই আমার একমাত্র মেয়ে সওদা নদীতে ডুবে গেলো। আমার মেয়ে আর আমার কাছে “ফিরো আইবো না”।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, এঘটনায় কোন অভিযোগ আসেনি।

Related Articles

Back to top button