দেওয়ানগঞ্জে হরিণের আক্রমণে দুইজন আহত
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে পালিত হরিণের আক্রমণে মালিক আনোয়ার হোসেন (৬৫) ও পরিচর্যাকারী তোতা মিয়া (৩০) আহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) উপজেলার ডাংধরা ইউনিয়নের ভারতের সীমানাঘেষা পাথরেরচর চেংটিমারী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি সদস্য মাসুদ করিম জীবন। পরে আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, পাথরের চর চেংটিমারী এলাকার মোঃ আনোয়ার হোসেন শখের বসে বাড়িতে হরিণ পালন করেন। এজন্য তিনি নিজ বাড়ির উঠানে বেশ খানিকটা জায়গাজুড়ে হরিণের বিচরণ ভূমি বানিয়েছেন। সেখানে ৬টি হরিণ রয়েছে। তার মধ্যে তিনটি মাদি ও তিনটি পুরুষ হরিণ। হরিণগুলো দেখাশুনা ও পরিচর্যার জন্য ওই এলাকার তোতা মিয়া নামের একজন কে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার দুপুরের দিকে পরিচর্যাকারী তোতা মিয়া হরিণগুলোর জন্য খাবার নিয়ে গেলে একটি পুরুষ হরিণ তাকে আক্রমণ করে। এতে তোতা মিয়া গুরুতর আহত হন পরে তার চিৎকার শুনে হরিণের মালিক আনোয়ার হোসেন এগিয়ে গেলে তাকেও শিং দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হরিণটি।
হরিণের মালিক গাজীপুর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন বলেন, চাকুরী থেকে অবসর নেওয়ার পরে গ্রামের বাড়িতে শখ করে হরিণগুলো লালন পালন করি। হরিণ পালনের জন্য বন ও পরিবেশ অধিদপ্তর থেকে লাইসেন্সও নিয়েছি। প্রায় ছয় বছর থেকে হরিণ পালন করছি কিন্তু কোনদিন আক্রমণের ঘটনা ঘটেনি আজ হঠাৎই আমার প্রিয় হরিণটি রাগান্বিত হয়ে উঠে এবং আক্রমণ করে। এতে আমি সহ হরিণের পরিচর্যাকারী তোতা মিয়া আহত হয়।