বকশীগঞ্জ

বকশীগঞ্জে নাশকতার মামলায় সাবেক চেয়ারম্যানসহ চার আ.লীগ নেতা গ্রেপ্তার

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার অভিযোগে এক সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চারজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান লাকপতি (৪২), বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মমিনুল ইসলাম (৫৪), একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব (৬৯), এবং উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোহাগ রানা (৩২)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, একটি পুরোনো নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য মামলায় আরও চারজন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button