জামালপুরের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
হৃদয় আহম্মেদ, জামালপুর: জামালপুরের চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার ৩ নম্বর আসামি মোঃ রাব্বি ইসলাম ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার একটি দল।
শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাব্বি ইসলামকে ।
গ্রেপ্তার রাব্বি সরিষাবাড়ী থানার গেন্দারপাড়া গ্রামে মো: সিরাজুল ইসলাম ওরফে জীবনের সন্তান।
ডিবি জানায়- ২০২৫ সালের ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে তারাকান্দি এলাকায় একটি পূর্ব বিরোধকে কেন্দ্র করে বাদী মোঃ আলামিনের ভাই আতাউর রহমান বিপুলসহ পরিবারের সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় বিবাদীরা। এতে ঘটনাস্থলে একাধিক ব্যক্তি গুরুতর জখম হন এবং আহত আতাউর রহমান বিপুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ডিবি আরো জানায়- ঘটনার পর থেকে মামলার ৩ নম্বর আসামি রাব্বি ইসলাম গা-ঢাকা দিয়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে রব্বিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “জামালপুর জেলায় অপরাধীদের কোনো ঠাঁই নেই। বিশেষ করে হত্যার মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কেউই পার পাবে না। জেলা গোয়েন্দা শাখার এই সাফল্য গোটা জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত।”