মেলান্দহ

মেলান্দহে ট্রেনের কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. কালু মিয়া (৩০) নামে এক মানসিক শ্রবন প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে মেলান্দহ উপজেলার শাহজাতপুর বরকতের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু মিয়া উপজেলার দিঘলবাড়ি গ্রামের মৃত আসাদুলের ছেলে।

নিহত কালু মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কানে খুব কম শুনতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এবিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি শাহজাতপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করে কালু মিয়া রেললাইনের ওপর চলে আসেন। এসময় ট্রেন হর্ন দিলেও শ্রবন প্রতিবন্ধী সে শুনতে পায়নি। পরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে অবহিত করে।”

তিনি আরও বলেন, “রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে।

Related Articles

Back to top button