মেলান্দহে যুবকের রহস্যজনক মৃত্যু
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলায় মো. সোহেল মিয়া (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সোহেল মিয়া ওই এলাকার মো. লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নিহত সোহেল মিয়া স্ত্রীসহ ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রায় দুই সপ্তাহ আগে তারা গ্রামে ফেরেন। গত ৩ আগস্ট স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স্ত্রী বাবার বাড়ি চলে যান। এ সময় নিহতের অন্যান্য ভাই ঢাকায় অবস্থান করছিলেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান- মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যে কোনো সময় নিজ বাড়ির একটি কক্ষে এই ঘটনা ঘটে। ঘটনার সময় নিহতের বাবা-মা বাড়িতে ছিলেন না। তারা মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
ওসি শফিকুল আরো জানান- পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত মেলেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।